দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮: ১৬

পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, রবিবার সকাল পৌনে ৭টায় হঠাৎ কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে। এমনকি মার্কিং বাতিগুলোও অস্পষ্ট হয়ে পড়ে। এতে পরিস্থিতি বিবেচনায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নূর মোহাম্মদ ভূইয়া ‘দৈনিক আমার দেশ’-কে বলেন, ‘কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত