পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৩০

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার পর পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে এ নৌরুটে ফেরি চলাচল অব্যাহত রাখা যাচ্ছিল না। রাত ১২টার পর কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায় , এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী কোচসহ নানা ধরনের যানবাহন।

এ নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে হাসনাহেনা, কেরামত আলী, মতিউর রহমান, গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, শাহ পরান ও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গৌরি, ঢাকা, রুহুল আমিন, বরকত, বনলতা, বাইগার, কপোতী ফেরিগুলো অবস্থান করছে। এর মধ্যে পাটুরিয়ায় দুটি ও দৌলতদিয়ায় তিনটি ফেরি লোড অবস্থায় রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত