বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। দেশে একটি ভালো রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে।
বৃহস্পতিবার শ্রীপুরের মাওনা এলাকায় বৈষম বিরোধী আন্দোলনে ছয়জন আহত ও ৬ জন শহীদ পরিবারকে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ১৩ জুন প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হবে এতে দেশের রাজনৈতিক পরিবেশের জন্য শুবাতাস বয়ে আনবে।
অনুদানের চেক প্রদানের অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

