উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন।
পদমর্যাদা রক্ষা ও দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না থাকলে আগামীতে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এবং তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
তাদের কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা। একই দাবিতে গতকাল বিকেলেও তারা ট্রেন লাইন অবরোধ করে প্রতিবাদ জানায়। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জিএমপি পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন আলম জানান, বিক্ষুব্ধ ছাত্ররা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়েছে এবং তাদেরকে সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য কথা বলা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

