আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন সাজাপ্রাপ্ত এবং ১০ জন জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন গোয়ালন্দ পৌর ৫ নম্বর বেপারীপাড়ার ইব্রাহিম বেপারীর ছেলে মো. পলাশ ওরফে পালাই বেপারী এবং দৌলতদিয়া ইউনিয়নের সামসু শেখের ছেলে নয়ন শেখ।

জিআর ও সিআর মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন সাকের ফকিরপাড়ার মৃত শুকুর আলী সরদারের ছেলে মুজিবর সরদার (৫২), পতিতালয় চেয়ারম্যান গলি, সোনাইয়ের বাড়ির ভাড়াটিয়া সজীবের মেয়ে শিলা (৩০), দৌলতদিয়া বাজার এলাকায় বিপ্লবের বাড়ির ভাড়াটিয়া রুবেল মন্ডলের স্ত্রী মোছা. রত্না খাতুন, দৌলতদিয়া বাজার এলাকার মৃত রশিদ বেপারীর ছেলে বিপ্লব বেপারী, হোসেন মণ্ডল কাশেম সরদারের ছেলে রমজান সরদার, পুরাভিটার গোলাম মোস্তফার ছেলে মো. জনি, হাবিল মণ্ডলপাড়ার মৃত ওসিমদ্দিন শেখের ছেলে আ. সাত্তার শেখ, ইবাদুল্লাহ মিস্ত্রিপাড়ার মজিবর রহমান সরদারের ছেলে মো. সুজন, নতুনপাড়ার উজ্জ্বল মোল্লার ছেলে শিকড় মোল্লা এবং উজানচর কছিমুদ্দিনপাড়ার মৃত রহিম মাস্টারের স্ত্রী জাহানারা বেগম।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...