মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক গডফাদারকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চৌরাশী বাজিতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন চৌরাশী বাজিতপুর গ্রামের মো. আজিজুল হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩২) এবং একই গ্রামের সিকাম মাতুব্বরের ছেলে মো. বিল্লাল মাতুব্বর (৩১)।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায়। টিমে নেতৃত্ব দেন এস আই তারিকুল ইসলাম। অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।
ওসি মাসুদ খান আরও বলেন, রাজৈর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

