সংবাদকর্মীর চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৩

মুন্সীগঞ্জের তরুণ লেখক ও সাংবাদিক শেখ রাসেল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন আধুনিক চিকিৎসায় এই রোগটির নির্মূল সম্ভব। তবে অর্থের অভাবে এই চিকিৎসা তার পরিবারের পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

বিক্রমপুরের আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা ও লেখা লেখিতে বর্তমান প্রজন্মের তরুণ লেখকদের মধ্যে তিনি অন্যতম। তিনি মাসিক বিক্রমপুর, আমার বিক্রমপুর, মুন্সীগঞ্জ টাইমস, বিক্রমপুর চিত্র, মুন্সীগঞ্জের খবর পত্রিকায় কাজ করছেন। এছাড়াও মুন্সীগঞ্জের বার্তা, বাংলার বর্ণমালা, দি নিউজ স্টেশন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন।

শেখ রাসেল জানান, ২০২৩ সালের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। নানাবিধ পরীক্ষা নিরীক্ষার পর তার মেরুদণ্ডের ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত তিনি ১৩টি রেডিওথেরাপি ও ৭ টি কেমোথেরাপি নিয়েছেন। তার আরও পাঁচটি কেমোথেরাপি নিতে হবে। কেমোথেরাপির পর করাতে হবে মেরুদণ্ডের সার্জারি। ২১ দিন পর পর কেমোথেরাপি নিতে হয়। বর্তমানে আর্থিক টানাপোড়েনের কারণে তিনি একা চিকিৎসার খরচ চালাতে পারছেন না। তাই সমাজের সবার কাছে তিনি আর্থিক সাহায্যে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার বানারী গ্রামের বাবুল শেখের ছেলে। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

এ ব্যাপারে বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান বলেন, শেখ রাসেল ফখরুদ্দীন একজন উদীয়মান লেখক ও সাংবাদিক। বিক্রমপুরের ইতিহাস নিয়ে সে গবেষণামূলক অনেক লেখা লিখেছেন। বর্তমানে তিনি দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তশালীসহ সকলকে এগিয়ে আশার আহবান জানাই।

শেখ রাসেলকে সাহায্য পাঠানো যাবে নিচের ব্যাংক হিসাব নম্বরে

একাউন্ট নাম : রাসেল শেখ

একাউন্ট নম্বর ২০৫০৪২৮০২০০৭৯০৫০৪

ইসলামী ব্যাংক ,টঙ্গিবাড়ী শাখা , মুন্সিগঞ্জ

মোবাইল- ০১৭১১২৩০৭৬৯।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত