সাটুরিয়ায় আগুন, দুই হাজার মুরগির বাচ্চাসহ খামার ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১১: ৫৫
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১: ৫৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি মুরগির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে খামারে থাকা এক মাস বয়সী দুই হাজার লেয়ার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সন্ধ্যায় সাটুরিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখরীনগর গ্রামের এরশাদ আলীর খামারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এরশাদ আলী বলেন, ‘আগুন দেখে আমি চিৎকার শুরু করি। তখন এলাকাবাসী ছুটে আসেন। তারা আগুন নিভানোর চেষ্টা করেন। আগুনের

তীব্রতা এতটাই প্রকট ছিল যে অল্প সময়ের মধ্যে মুরগির বাচ্চাসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। প্রতিটি বাচ্চার ওজন ছিল ৩০০ থেকে ৪০০ গ্রাম।’

আগুন লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলেও জানান এরশাদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবরও দেয়া হয়। তারা আসার আগেই দুই হাজার মুরগির বাচ্চাসহ খামারটি পুড়ে যায়।

সাটুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ মজিবর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

/এফ/

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত