অ্যন্টিভ্যানম না থাকায় বাঁচানো গেলো না কলেজ ছাত্রকে

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৯: ৩২

ফরিদপুর ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের কলেজ ছাত্র শুভ দাস বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার সন্ধ্যায় স্কুলের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে সাপ কামড়ে দেয়।

স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু অ্যান্টিভ্যানম না থাকায় তাকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

নাসিরাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান এবং সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মোমিনুর রহমান জানিয়েছেন, উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসে মাত্র দুইটি অ্যান্টিভ্যানম পাওয়া যায়, তাই রোগীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের পরিবার, কলেজ সহপাঠী ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত