ট্রাকপ্রতি ৫০০ টাকা চাঁদা নিচ্ছে কে?

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৭: ৫৩

শরীয়তপুর-মাদারীপুর বাইপাস সড়কে শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে ট্রাকপ্রতি ৫০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটকরা হলেন শরীয়তপুর জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং একই সংগঠনের সদস্য নারায়ন পোদ্দার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আঙ্গারিয়া বাইপাস সড়কে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে ৫০০ টাকা করে নিচ্ছিল। তারা শ্রমিক ইউনিয়নের নামে এই টাকা দাবি করলেও কোনো বৈধ অনুমতি বা নথিপত্র দেখাতে পারেনি।

চাঁদা আদায়ের এই দৃশ্য স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতে চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ অর্থ জব্দ করা হয়।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, চাঁদাবাজির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কে শ্রমিক ইউনিয়নের নামে এই ধরনের অবৈধ চাঁদা আদায় চলছিল। ফলে চালকরা হয়রানির শিকার হতেন। পুলিশের দ্রুত অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারি চেয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত