কলহের জেরে স্ত্রীকে হত্যা করলো স্বামী

উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৮

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্বামী বক্কার শেখের (৪৩) হাতে স্ত্রী মর্জিনা বেগম (৩৮) খুন হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখকে আটক করেছে। নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। ঘাতক স্বামী বক্কার শেখ স্থানীয় মৃত ছত্তার শেখের পুত্র। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বক্কার শেখ পেশায় একজন ভ্যানচালক ও স্ত্রী মর্জিনা বেগম গৃহিণী। সোমবার রাতে মর্জিনা ও বক্কারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী ও সন্তানরা বক্কারকে ঘর থেকে বের করে দেয়। এরপর বক্কার শেখ বেড়া ভেঙে ঘরে ঢুকে বঁটির আছাড়ি দিয়ে উপর্যুপরি মর্জিনার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। এ সময় বক্কারের মা মেহেরুন্নেছা (৬০) ঠেকাতে এসে গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বক্কারকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বক্কার শেখ বঁটির আছাড়ির আঘাতে স্ত্রী মর্জিনাকে হত্যা করে। খবর পাওয়া পরপরই বক্কারকে আটক করা হয়। মর্জিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত