আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ যায়। পরে স্থানীয় প্রশাসন বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা রাস্তা ছেড়ে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন
Pic 1

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন