শিবচরে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৮

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার মাদবরচর ইউনিয়নের পাচ্চর বাজারে আমিরের মার্কেটে চায়ের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত রমেন মালো (৩৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ার চন্দা গ্রামের রামা মালোর ছেলে।

স্থানীয় লোকজন জানান, পাচ্চর বাজারে বেশ কিছুদিন যাবত চায়ের দোকানদারি করতেন রমেন মালো। বাজারের পাশেই মালোপাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে নিয়ে বসবাস করতেন তিনি। সকালে আশপাশের লোকজন যাতায়াতের সময় দোকানের ভেতর রমেন মালোর ঝুলন্ত লাশ দেখতে পায়।

বাজারের ব্যবসায়ী সুজন নামের এক ব্যক্তি বলেন, রমেন মালো এরআগে একটি মিষ্টির দোকানে কাজ করতো। তখন তার দিনগুলো ভালোই চলেছিল। এরপর হঠাৎ করে সে যখন চায়ের দোকান দেন তখনই ধার দেনার মধ্যে পড়েন। আমার মনে হয় ঋণের টাকার মানসিক টেনশন থেকেই আত্মহত্যা করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, রমেন মালোর আত্মহত্যার কথা শুনে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। এলাকার লোকজনের সাথে কথা বলে মনে হচ্ছে লোকটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত