গাজীপুরের শ্রীপুরে গরম ছুরি দিয়ে চার বছর বয়সী সৎমেয়েকে ঝলসে দিয়েছেন বাবা। এ ঘটনায় অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার রাত ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতার শাকিল।
অভিযুক্ত শামসুজ্জামান মান্নান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালুয়াচাদপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। ভুক্তভোগী শিশুটির নাম মরিয়ম।
জানা গেছে, মায়ের সঙ্গে শ্রীপুরের মাওনা চৌরাস্তার পাশে মুন্সিবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে মরিয়ম। গত শুক্রবার রাত ৯টার দিকে জেদের বশে গরম ছুরির ছ্যাঁকা দিয়ে তার হাত ঝলসে দেন মান্নান। এতে মরিয়মের হাতের চামড়া পুড়ে গেছে।
শিশুটির মা বলেন, আমি পাশের ঘরে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এসে দেখি মেয়েকে ছ্যাঁকা দিচ্ছেন আমার স্বামী। পরে তাকে ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু দুদিন পর ক্ষতস্থানে সংক্রমণ দেখা দিলে ফের চিকিৎসা করানো হয়।
তিনি আরও বলেন, মরিয়ম আমার প্রথম স্বামীর সন্তান। কিন্তু রাগ উঠলে প্রায়ই মেয়েকে মারধর করেন মান্নান। মাঝে মাঝে নেশা করে আমাদের দুজনকে মারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মান্নানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

