আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় কারখানা ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে মহাসড়কটি অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। 

বিজ্ঞাপন

সকাল ৮টার দিকে প্রথমে তারা কারখানার সামনে আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ করেন।

gazipur-2

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। আজ কারখানায় আসার পথে ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন