আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধাক্কা লাগায় দুই অটো চালককে ছুরিকাঘাত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
ধাক্কা লাগায় দুই অটো চালককে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কা লাগায় দুই চালককে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার রাতে আদমজী ইপিজেডের রেমি গার্মেন্টস সংলগ্ন পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড় এলাকার আলাউদ্দিনের ছেলে মো. শরিফ (২২) ও সাহেব আলীর ছেলে আকাশ (২৭)।

বিজ্ঞাপন

জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা রাস্তা পারাপারের সময় অটোরিকশার সঙ্গে তাদের ধাক্কা লাগে। এই বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অটোচালক শরিফ ও আকাশের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন