লুৎফর রহমান সোমবার রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা দেয়ালের মধ্যে লাল কালিতে ‘জয় বাংলা’ এবং ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয়।
অজ্ঞাত দুর্বৃত্তরা রাস্তা পারাপারের সময় অটোরিকশার সঙ্গে তাদের ধাক্কা লাগে। এই বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অটোচালক শরিফ ও আকাশের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।