আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফতাবনগরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার
আফতাবনগরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর বাড্ডার আফতাবনগর চায়না প্রোজেক্ট এলাকায় আব্দুস সালাম (৬৫) নামে এক চালকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা সুজন জানান, আমার চাচা একজন অটোরিকশা চালক ছিলেন। রাতে বাড্ডার আফতাবনগর চায়না প্রজেক্টের ব্লক -এন ৫ নং সেক্টর এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আমার চাচার মাথায় ভারি কোন বস্তু দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে চাচা। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি শেরপুর সদর এলাকার, তার বাবার নাম মকবুল হোসেন। তিনি মেরুল বাড্ডায় এলাকায় পরিবার নিয়ে থাকতেন। চাচার এক ছেলে তিন মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন