আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির সমাবেশস্থলে দু’দফায় ককটেল বিস্ফোরণ

উপজেলা সংবাদদাতা, নড়িয়া (শরীয়তপুর)
বিএনপির সমাবেশস্থলে দু’দফায় ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের কাছে পরপর দু’দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে নড়িয়া পৌরসভার মাদবরবাজার এলাকায় উপজেলা বিএনপির একাংশ আয়োজিত সমাবেশস্থলের পাশে বিস্ফোরণ ঘটে। এর আগে ভোর ৪টার দিকেও একই স্থানে আরও এক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আজ (রোববার) দুপুরে নড়িয়া পৌরসভার মাদবরবাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে উপজেলা বিএনপির একটি অংশের সমাবেশ হয়। আর সে সমাবেশস্থলের পাশেই দু’দফায় বিস্ফোরণের ঘটনা ঘটায় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন বলেন, মাদবর বাজারে বিএনপির এককটি প্রোগ্রাম ছিল ভোররাতে ও সকালে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরে পুলিশের উপস্থিতিতে সমাবেশ সম্পন্ন হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন