ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ২

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯: ৩৪

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহত ও আহতরা সবাই সাতৈর বাজারের ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

বিজ্ঞাপন

রোববার রাত ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখড়দী মাদরাসা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘোষপুর ইউনিয়নের শিলাহাটি গ্রামের মধু সাহা (৪৫) ও সাতৈরের বড়নগর গ্রামের নারায়ণ সাহা (৪৩)। আহত দুইজন হলেন নেপাল সাহা (৪২) ও সঞ্জয় বর্ণিক (৪৮)। তাদের গুরুতর অবস্থায় ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মধুখালীর নড়িখোলা এলাকা থেকে হিন্দু ধর্মীয় গান উৎসব শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন চার বন্ধু। পথে মাঝকান্দিগামী একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে তাদের অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানটি ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, “ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবার অভিযোগ না করায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনরা জানান, তারা সবাই ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত আন্তরিক বন্ধু।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত