সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১৩: ০১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দুই পরিবারের নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার সকালে উপজেলার জালকুড়ি মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন, রিকশাচালক মো. হান্নান (৫৫), তার স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫)। অপর পরিবারের সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১৬ মাস) ৷

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে দগ্ধ নারী-শিশুসহ আটজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত