ঘাটাইলে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ২০
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৪৫

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই কলেজের আরেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের ঘাটাইল পৌরসভাধীন মেইন রোডস্থ প্রাথমিক শিক্ষক সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে দুই শিক্ষার্থী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের ঘাটাইল পৌরসভাধীন মেইন রোডস্থ প্রাথমিক শিক্ষক সমিতির সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় দুইজন সড়কে পড়ে যান।

নিহত কলেজ শিক্ষার্থীর মো. মামুন নাম। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। আহত শিক্ষার্থীর নাম উযায়ির হোসাইন রিয়েল (২৫)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়াপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে। তারা দুজনই টাঙ্গাইল সাদত বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত