রাজৈরে ৪০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২১: ৩৮

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকা থেকে চার ‘শ পাঁচ গ্রাম গাঁজাসহ সিদ্দিক শেখে (৭২) নামে এক গাঁজা কারবারিকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।গজারিয়া গ্রামে এলেম শেখে ছেলে সিদ্দিক শেখ।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গজারিয়া বিল এলাকায় অভিযান চালান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই বিলে পানির মধ্যে বাঁশের টং তৈরি করে গাঁজা বেচাকেনা করা হচ্ছিল। অভিযান চালিয়ে সিদ্দিক শেখকে চার ‘শ পাঁচ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তবে এ সময় অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এখানে ক্রেতারা নৌকা নিয়ে আসতে হয়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত