ঘাটাইলে পানিতে ডুবে সৌদি প্রবাসীর দুই শিশুসন্তানের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৯: ৩৪
আপডেট : ১২ জুন ২০২৫, ১১: ৪১
প্রতীকী ছবি

ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এরা দুজন আপন চাচাতো ভাই। শিশু দুটির নাম শাওন (৫) ও নাইম (৫)।

বিজ্ঞাপন

বুধবার রাত ১০টায় স্বজনরা বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।

গ্রামের মৃত আব্দুল আজিজ শিকদারের দুই ছেলে সৌদি প্রবাসী জমির উদ্দিন ও হাবিল উদ্দিন শিশু দুটির পিতা।

জানা যায়, ওই দুই শিশু বিকালে বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় অনেক খুঁজাখুঁজি করতে পরিবারের লোকজন। পরে রাত ১০টায় বাড়ির পাশে পুকুর তাদের লাশ ভেসে ওঠে।

শিশুদের লাশ উদ্ধার করে রাতেই গ্রামের গোরস্তানে দাফন করা হয়। এ সময় শিশু দুটির স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। গ্রামবাসী শিশু দুটির জন্য কাঁদেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত