সেই লাক মিয়া এখন কারাগারে

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেছে আদালত।

বুধবার দুপুরে দুটি ভাঙচুরের মামলা দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার লাক মিয়া আড়াইজাহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। তিনি ব্রাহ্মন্দি ইউনিয়নের উজান গাবিন্দি এলাকার ছাবেদ আলীর ছেলে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন লাক মিয়া। তার বিরুদ্ধে আড়াইহাজার, মাধবদী, ভাটারা থানায় হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯টি মামলা রয়েছে। চেক জালিয়াতির মামলায় তিনি এক বছরের দণ্ড পেয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত