মেঘনা নদীতে পুলিশের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষে আহত ৫

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২১: ৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি ও টেঁটাবিদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে উপজেলার বারদীর নুনেরটেক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল সোহাগ ও শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে বালু ও মালবাহী নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে। মঙ্গলবার দুপুরে বারেকের নেতৃত্বে টিটু, মহসিন, রানা, সাজ্জাদসহ তাদের সহযোগীরা নুনেরটেক এলাকায় নৌযান থেকে চাঁদা দাবি করে।

চাঁদা না দেওয়ায় তারা এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের একটি বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন।

পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে আটক করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের নৌযান আড়াইহাজারের মরিচাকান্দি থেকে বালু নিয়ে ঢাকায় যাচ্ছিল। নুনেরটেক এলাকায় পৌঁছালে চাঁদাবাজরা আমাদের ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাদের শ্রমিকদের ওপর হামলা চালায়।”

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা হামলা চালায়। দু’চাঁদাবাজকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত