আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অরিয়েট জুটমিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজ এলাকার অরিয়েন্ট জুটমিলে এ আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে রাজবাড়ীসহ আশপাশের আরও ৪টি ইউনিট যোগ দেয়। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে মিলের একটি পাটের গুদাম (গোডাউন) দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি গোয়ালন্দ ঘাট থানা পুলিশও অংশ নেয়।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় লক্ষ করা গেছে। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে এবং আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তৎপর রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন