আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বস্তির ঈদযাত্রা

চাপ থাকলেও নেই ভোগান্তি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
চাপ থাকলেও নেই ভোগান্তি

ঈদুল ফিতর ঘিরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া আর আরিচা-কাজিরহাট নৌপথে। তবে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। ফলে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ও আরিচা-কাজিরহাটে ছয়টি ফেরি চলাচল করছে। যাত্রীদের সুবিধার্থে ২৫টি লঞ্চও চালু রাখা হয়েছে এসব পথে। প্রশাসনের কঠোর নজরদারিতে নির্বিঘ্নে চলছে লঞ্চ-ফেরি।

বিজ্ঞাপন

ঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীদের ভিড় থাকলেও পুরো এলাকা রয়েছে শৃঙ্খলাপূর্ণ। যানবাহনের দীর্ঘ সারি নেই। সময়মতো ছেড়ে যাচ্ছে ফেরি। যাত্রীরা আগের মতো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা না করেই সহজে পারাপার হতে পারছেন।

যাত্রী মোহাম্মদ হাসান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক। ঘাটে কোনো বিশৃঙ্খলা নেই। এতে আমাদের যাত্রা অনেক সহজ করেছে।

যাত্রীরা বলছেন, প্রশাসন প্রতি ঈদেই এমন উদ্যোগ নিলে যাত্রীদের ভোগান্তির দিন শেষ হয়ে যাবে। এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা নিশ্চয়ই ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিতে সর্বোচ্চ তৎপর রয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কারণে ঘাটে কোনো চাঁদাবাজি নেই।

ফেরিঘাটে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ঘাটে যানবাহন ব্যবস্থাপনা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রীরা যেন দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য আমরা কাজ করছি।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির চৌধুরী বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ফেরির সংখ্যা বৃদ্ধি, লঞ্চ চলাচল নিশ্চিত করা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণে সহজেই নদী পার হচ্ছে যানবাহন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন