উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর
ফরিদপুরের সালথায় নাদেরা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। শনিবার সন্ধ্যার পর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাদেরা বেগম স্থানীয় রাজু মাতুব্বরের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। রাজু মাতুব্বর একই গ্রামের জয়নাল মাতুব্বরের পুত্র। তবে নিহত নাদেরা বেগমের বাবার বাড়ির ঠিকানা এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে রাজু মাতুব্বর নাদেরা বেগমকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। জানা গেছে, রাজু এর আগেও একাধিক বিবাহ করেছিলেন। নাদেরাকে আনার পর থেকেই তার উপর নির্যাতন করতেন রাজু।
শনিবার বিকালে পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে মারপিট করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে দেখিয়ে বাড়িতে ফিরে আসেন নাদেরা। অভিযোগ উঠে, পরে রাতে আবার নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু। রাজুর ঘরের মধ্যে নাদেরার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “রাজু মাতুব্বর ১৪-১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রেখেছিল। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, নিহত নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। সেজন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।
ফরিদপুরের সালথায় নাদেরা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। শনিবার সন্ধ্যার পর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাদেরা বেগম স্থানীয় রাজু মাতুব্বরের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। রাজু মাতুব্বর একই গ্রামের জয়নাল মাতুব্বরের পুত্র। তবে নিহত নাদেরা বেগমের বাবার বাড়ির ঠিকানা এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে রাজু মাতুব্বর নাদেরা বেগমকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। জানা গেছে, রাজু এর আগেও একাধিক বিবাহ করেছিলেন। নাদেরাকে আনার পর থেকেই তার উপর নির্যাতন করতেন রাজু।
শনিবার বিকালে পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে মারপিট করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে দেখিয়ে বাড়িতে ফিরে আসেন নাদেরা। অভিযোগ উঠে, পরে রাতে আবার নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু। রাজুর ঘরের মধ্যে নাদেরার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “রাজু মাতুব্বর ১৪-১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রেখেছিল। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, নিহত নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। সেজন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে