মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১০: ৫১

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে পৌর এলাকার পূর্ব শ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই ভাই চুন্নু খান ও থান্ডু খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, চুন্নু খানের সঙ্গে ধলু খানের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ভ্যানে করে দুধ বিক্রির উদ্দেশে সাদিপুর বাজারে রওনা হয় দুই ভাই চুন্নু খান ও থান্ডু খান। পথিমধ্যে পূর্ব শ্যামাইল স্ট্যান্ডে ধলু খানসহ ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক চি‌কিৎসক মো. সুমন আহমেদ বলেন, দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হয়েছে। তবে কেউ গুরুতর নয়, তাদের চি‌কিৎসা চলছে।

শিবচর থানা ওসি রতন শেখ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত