ঘাটাইলে শর্টসার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮: ৫২
আপডেট : ১৫ মে ২০২৫, ০৯: ১৫
ভস্মীভূত দোকান

টাঙ্গাইল জেলার ঘাটাইলে উপজেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে উপজেলা পরিষদের পশ্চিম পাশের জিল্লুর ট্রায়ার অ্যান্ড মবিল হাউজ।

বিজ্ঞাপন

বুধবার রাত ১০টায় আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠানের মালিক মো. জিল্লুর আমার দেশকে জানান, বুধবার সারা দিন দোকান বন্ধ ছিল। রাত ১০টায় দোকানের সামনে এসে ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা ও উপজেলা পরিষদের পুকুরটি কাছে থাকায়। পুকুরের পানিই এই বিপদ থেকে রক্ষা করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত