আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফতুল্লায় এনসিপি প্রার্থীর উপর হামলা চেষ্টা, আহত ২

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় এনসিপি প্রার্থীর উপর হামলা চেষ্টা, আহত ২
ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যডভোকেট আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে এনসিপির দুইকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ ও ফতুল্লা থানা ছাত্রশক্তির সংগঠক আবু তাহের।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এই ঘটনা ঘটে।

আল-আমিন ফোনে জানান, তিনি গণভোট নিয়ে গণসংযোগে ছিলেন। এই সময় তার সঙ্গে ৪০ থেকে ৫০ জন কর্মীও স্থানীয় লোকজনের সঙ্গে হেঁটে আসছিলেন। এক পর্যায়ে এক তরুণ বয়সী ছেলে আমাদের অনুসরণ করছিল এবং তাকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করলে জামার ভেতরে ধারালো চাপাতি পাওয়া যায়। তখন ওই ছেলের ডাকে কিশোর গ্যাং এর সদস্যরা জড়ো হয়ে আমাদের উপর আক্রমন করলে আমার নেতাকর্মীরা আমাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে দেয়। এসময় কিশোর গ্যাং এর হামলায় আমার দুই কর্মী আহত হন। এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যায়।

বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আল আমিন।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আমরা ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠাই। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...