শরীয়তপুরকে ঢাকায় রাখতে ‘জাগো শরীয়তপুর’ এর স্মারকলিপি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৯: ৫১

শরীয়তপুরকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’। অন্যান্য দাবী রাজধানীমুখী মহাসড়ক, কৃষি বিশ্ববিদ্যালয়, রেল সংযোগ, কোল্ড স্টোরেজ, ইপিজেড এবং পর্যটন স্পট নির্মাণ।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতুসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আহ্বায়ক বলেন, আমাদের জেলার প্রতিটি মানুষ ঢাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা থেকে চিকিৎসা—সবক্ষেত্রেই আমরা ঢাকার ওপর নির্ভরশীল। প্রশাসনিক বিভাজনে আমাদের ঢাকা থেকে আলাদা করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

নাগরিক সংগঠনটির সদস্য ও জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হাওলাদার বলেন, সড়কগুলোর বেহাল দশা। ফসল সংরক্ষণের কোনো স্থায়ী ব্যবস্থা নেই। কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় তরুণরা ঢাকামুখী। এসবের সমাধান হলে শরীয়তপুর অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে এবং ঢাকার ওপর চাপ কমবে।

সংগঠনের আরেক নেতা কেন্দ্রীয় যুব শক্তির (এনসিপি) সংগঠক আকরাম হোসেন বলেন, আমাদের হৃদস্পন্দন ঢাকায় ধ্বনিত হয়। প্রশাসনিকভাবে ঢাকার অংশ হিসেবেই আমাদের জেলাকে রাখতে হবে।

অন্যান্যরা বলেন, আমাদের জীবনধারা, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ড—সবই ঢাকাকেন্দ্রিক। ফরিদপুরের সঙ্গে আমাদের ভৌগলিক ও সাংস্কৃতিক যোগাযোগের কোনো বাস্তব সূত্র নেই। জেলার মানুষ ঢাকার সঙ্গে বিভাজন কোনোভাবেই মেনে নেবে না। এ আন্দোলন শুধু বিরোধিতা নয়— আমাদের স্বাধীন উন্নয়ন, যোগাযোগ ও জনস্বার্থ রক্ষার প্রতীক।

বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্মারকলিপি গ্রহণকালে নাগরিক উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে বলেন, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত