ধনবাড়ীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৮: ১৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১নভেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ থেকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে প্রাপ্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিতরণ কার্যক্রম করেন,ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল জানান, ধনবাড়ী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৭ টি পরিবারের মাঝে ১ বান্ডেল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত