১০ টাকায় ইলিশ বিক্রির মাইকিং, মাঠে গিয়ে যে পরিস্থিতিতে পড়লেন এমপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২: ২৮

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র এমপি প্রার্থীর গরীব অসহায়দের মাঝে ইলিশ মাছ বিতরণ নিয়ে হুলস্থুল কান্ড ঘটেছে। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে রক্ষা পেয়েছেন ফরিদপুর -৪ আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল।

বুধবার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত কয়েক হাজার জনগণের মাঝে ১০ টাকা কেজি দামে ইলিশ মাছ দিতে আসেন। মাছ নিতে আসা জনগণের চাপ সইতে না পেরে অবশেষে পালিয়ে নিজেকে রক্ষা করেন।

বিজ্ঞাপন

ইলিশ মাছ নিতে আসা ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত তিনদিন আগে উপজেলার আনাচে কানাচে হাটে বাজারে মাইকিং করে জানানো হয় যে গরীব অসহায়দের মাঝে ১০ টাকা কেজি দামে ইলিশ মাছ বিতরণ করা হবে।

বেলা সাড়ে ১১ টার সময় মাত্র ৪ মন মাছ নিয়ে বিতরণ করতে গেলে উৎসুক জনতা একযোগে ইলিশ মাছ নিতে হামলে পরে। ফলে কয়েক মিনিটের মধ্যেই মাছ শেষ হয়ে যায়।

অবস্থা বেগতিক দেখে জনরোষ থেকে বাঁচতে মাইক্রোবাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।চলে যাওয়ার সময় স্থানীয় উত্তেজিত জনগণ তাকে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের সামনে আটক করে। পরে পুলিশের হস্তক্ষেপে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের সাথে কথা হলে তিনি জানান, আমি ৪ মন অর্থাৎ ৬০০ পিছ ইলিশ মাছ নিয়ে আসি, কিন্তু উপস্থিত কয়েকহাজার জনগণের মাঝে এই অল্প মাছ বিতরণ করতে গিয়ে হামলার শিকার হই।

মুহূর্তের মধ্যে মাছ লুট হয়ে যায়। পরে জনরোষ থেকে বাঁচতে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করি।আগামীতে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এমন কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবেন বলে জানান তিনি।

বিশ্ব জাকের মঞ্জিল সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, আমাদের বিদ্যালয়ে এতবড় আয়োজন সম্পর্কে আমাকে আগে থেকে লিখিত ভাবে অবগত করা হয় নাই, সকাল ১০ টার দিকে দেখি কয়েক হাজার সাধারণ নারী-পুরুষ স্কুলের মাঠে উপস্থিত। আমি অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরপুর থানার অফিসার ইনচার্জকে জানাই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত