মানিকগঞ্জে আফরোজা খানম রিতা

দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫: ১৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, শিক্ষা কেবল বইয়ের পাতা মুখস্থ করার নাম নয়, শিক্ষা হলো চরিত্র গঠন, শৃঙ্খলা, সততা ও মানবিকতার চর্চা। জীবনে সফল হতে হলে অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও নৈতিকতা অপরিহার্য।

গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, দলে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে। যে কোনো মূল্যে অনুপ্রবেশ ঠেকাতে হবে। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়। সারা দেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, মানুষের মাঝে আস্থা ফেরাতে হবে। মানুষকে বোঝোতে হবে এটা শহীদ জিয়ার দল আমাদের সবাইকে তার আদর্শ মেনে কাজ করতে হবে।

নবগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা সুলতানা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তী সময়ে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত