উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ হামলায় বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাত ৯টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের খুব কাছেই শিবচর উপজেলার পুলিশের থানা রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতের দিকে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে তারেক রহমানের ৩১দফা লিফলেট বিতরণের বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচরের দিকে আসতে থাকি। এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ (বর্তমানে পৌরসভা) এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। ওই সময় পরিস্থিতি ভয়ানক ছিল। আমাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ওরা ভেঙে ফেলে। একটি স্বাধীন দেশে এভাবে আওয়ামী দোসররা দিনের পর দিন অন্যায় অবিচার করে যাবে? আমরা আর কত রক্ত দেবো, এ ঘটনা জড়িত দোষীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই।
আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক সুমন ফকির, প্রচার সম্পাদক পাভেল সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা, কাঠালবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারী। এছাড়াও শফিক সরদার, রাকিব তালুকদার, নাঈম, ইমদাদুল হোসেন, ফাহিম মোল্লা, হৃদয়, জুনায়েদ আহত হয়েছেন।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তিদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকে আবার চিকিৎসার জন্য ঢাকা চলে গেছে। আমরা আহতদের খোঁজখবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের পুলিশের টিম রয়েছে।
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ হামলায় বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাত ৯টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের খুব কাছেই শিবচর উপজেলার পুলিশের থানা রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতের দিকে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে তারেক রহমানের ৩১দফা লিফলেট বিতরণের বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচরের দিকে আসতে থাকি। এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ (বর্তমানে পৌরসভা) এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। ওই সময় পরিস্থিতি ভয়ানক ছিল। আমাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ওরা ভেঙে ফেলে। একটি স্বাধীন দেশে এভাবে আওয়ামী দোসররা দিনের পর দিন অন্যায় অবিচার করে যাবে? আমরা আর কত রক্ত দেবো, এ ঘটনা জড়িত দোষীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই।
আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক সুমন ফকির, প্রচার সম্পাদক পাভেল সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা, কাঠালবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারী। এছাড়াও শফিক সরদার, রাকিব তালুকদার, নাঈম, ইমদাদুল হোসেন, ফাহিম মোল্লা, হৃদয়, জুনায়েদ আহত হয়েছেন।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তিদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকে আবার চিকিৎসার জন্য ঢাকা চলে গেছে। আমরা আহতদের খোঁজখবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের পুলিশের টিম রয়েছে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে