মাদারীপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত আয়েশা আক্তার ওই গ্রামের আবু বকর হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল ছোট্ট আয়েশা। এ সময় পরিবারের সদস্যরা গৃহকর্মে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সে বসতবাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তবে এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত