আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান ভস্মীভূত

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় গ্রিন সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে আগুনে মার্কেটের ১৯টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারাবো ব্রিজে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

বিজ্ঞাপন

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ২টার দিকে তারাবো বিশ্বরোড এলাকায় হাসানের ভাঙ্গারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন গ্রিন সিটি সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমাদের কাঁচপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। ততক্ষণে ফার্নিচার, মোটর পার্টস, কাপড়ের-সহ ১৯টি দোকান পুড়ে যায় ছাই হয়ে গেছে।

আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন