আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিশোরগঞ্জ- ৬ আসন: শরিফুল আলমের বার্ষিক আয় ৭১ লাখ টাকার বেশি

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ- ৬ আসন: শরিফুল আলমের বার্ষিক আয় ৭১ লাখ টাকার বেশি
কিশোরগঞ্জ- ৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম হলফনামা অনুযায়ী তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ দেখিয়েছেন প্রায় ৩২ কোটি টাকা। একই সঙ্গে তার বিরুদ্ধে রয়েছে ৭৩টি ফৌজদারি মামলা। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

হলফনামায় শরীফুল আলমের বার্ষিক আয় দেখানো হয়েছে ৭১ লাখ ১০ হাজার ৫৪ টাকা। এর বিপরীতে আয়কর হিসেবে তিনি পরিশোধ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা। তার স্ত্রী আশুরা আক্তারের বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ৩০ হাজার ২৮০ টাকা, যার বিপরীতে আয়কর জমা দেওয়া হয়েছে মাত্র ৫৪ হাজার ৫৪২ টাকা। স্ত্রী ও দুই সন্তানের নামেও বিপুল অঙ্কের সম্পদ ও বিনিয়োগের তথ্য রয়েছে হলফনামায়।

হলফনামা অনুযায়ী, মো. শরীফুল আলম ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রোপ্রাইটর হিসেবে যুক্ত। তৈরি পোশাক, আবাসিক হোটেল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক শিল্প, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট ইত্যাদি । অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার, সঞ্চয়পত্র, যানবাহন, স্বর্ণালংকার এমনকি আগ্নেয়াস্ত্রও। নগদ অর্থ দেখানো হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকার বেশি। বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেলের অধিগ্রহণ মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে দেখা যায়, শরীফুল আলমের নামে রয়েছে ১২২ শতক কৃষিজমি। পাশাপাশি রয়েছে আবাসিক ও বাণিজ্যিক চারটি স্থাপনা এবং ২৩টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট। এসব স্থাপনার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে কয়েক কোটি টাকা। তার স্ত্রী আশুরা আক্তারের নামেও একটি বাড়ি বা অ্যাপার্টমেন্টের তথ্য রয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, শরিফুল আলমের ব্যক্তিগত দেনা দেখিয়েছেন ১১ কোটি ৪৭ লাখ টাকা। তবে তার সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আইডিপিসি ও এবি ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি গ্রহণ করেছেন ৩১ কোটি ১৩ লাখ টাকার বেশি ঋণ।

হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, মো. শরিফুল আলম ১৯৭৫ সালে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজ্বী মো. সিদ্দিক মিয়া। তার স্থায়ী ঠিকানা উল্লেখ করেছেন কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দির স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার উত্তরা মডেল টাউনে বসবাস করছেন। শিক্ষাগত যোগ্যতা বিএ (পাস)। স্ত্রী গৃহিণী, সন্তানরা শিক্ষার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন