আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলোচিত আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
আলোচিত আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারীসহ দু’আসামিকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহাবুল করিমসহ পুলিশ সদস্যরা পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আমিনপুর থানার কোমরপুর এলাকার আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) এবং একই থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।

ল্লেখ্য, গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে প্রবাসফেরত আল-আমিন (২৮) বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে বাড়ি থেকে বের হন। দুপুর দেড়টার দিকে তিনি গোয়ালন্দঘাট থানার রাখালগাছি এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার গতিরোধ করে এবং মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে ও ঘাড় মটকে নদীতে ফেলে হত্যা করে।

পরদিন আল-আমিনের মামা লিটন কাজী পুলিশকে জানালে তাদের সহায়তায় নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করেন তিনি।

​গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘প্রবাসী আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারী আলম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অপর এক আসামি রুবেল সরদারও ধরা পড়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘জেলায় সংঘটিত গুরুত্বপূর্ণ অপরাধগুলোর দ্রুত ও কার্যকর তদন্তের জন্য গোয়ালন্দঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন