উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারীসহ দু’আসামিকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহাবুল করিমসহ পুলিশ সদস্যরা পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আমিনপুর থানার কোমরপুর এলাকার আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) এবং একই থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।
উ
ল্লেখ্য, গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে প্রবাসফেরত আল-আমিন (২৮) বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে বাড়ি থেকে বের হন। দুপুর দেড়টার দিকে তিনি গোয়ালন্দঘাট থানার রাখালগাছি এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার গতিরোধ করে এবং মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে ও ঘাড় মটকে নদীতে ফেলে হত্যা করে।
পরদিন আল-আমিনের মামা লিটন কাজী পুলিশকে জানালে তাদের সহায়তায় নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করেন তিনি।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘প্রবাসী আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারী আলম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অপর এক আসামি রুবেল সরদারও ধরা পড়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘জেলায় সংঘটিত গুরুত্বপূর্ণ অপরাধগুলোর দ্রুত ও কার্যকর তদন্তের জন্য গোয়ালন্দঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারীসহ দু’আসামিকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহাবুল করিমসহ পুলিশ সদস্যরা পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আমিনপুর থানার কোমরপুর এলাকার আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) এবং একই থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।
উ
ল্লেখ্য, গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে প্রবাসফেরত আল-আমিন (২৮) বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে বাড়ি থেকে বের হন। দুপুর দেড়টার দিকে তিনি গোয়ালন্দঘাট থানার রাখালগাছি এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার গতিরোধ করে এবং মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে ও ঘাড় মটকে নদীতে ফেলে হত্যা করে।
পরদিন আল-আমিনের মামা লিটন কাজী পুলিশকে জানালে তাদের সহায়তায় নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করেন তিনি।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘প্রবাসী আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারী আলম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অপর এক আসামি রুবেল সরদারও ধরা পড়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘জেলায় সংঘটিত গুরুত্বপূর্ণ অপরাধগুলোর দ্রুত ও কার্যকর তদন্তের জন্য গোয়ালন্দঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে