কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য মেজর অব. আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
শাহরিয়ার জামান জানান, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত ইসলামীর মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়লকে মনোনীত করায় আমি তাকে সমর্থন জানাচ্ছি।
এ কারণে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমার দল বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

