আলফাডাঙ্গায় গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১: ১৮

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথ বাহিনীর হাতে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় সদর ইউনিয়নে জাটি গ্রাম উচ্চ বিদ্যালয়ের পাশে মন্দিরের সামনে থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিপন মোল্লাকে (২৭) গ্রেপ্তার করেছে।

শিপন মোল্লা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাটি গ্রামের মো. মুনজুর মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, যৌথ বাহিনী এক মাদক কারবারিকে আটক করে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত