লুকোচুরি খেলার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৫

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে হেনা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর চোকদারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হেনা আক্তার চোকদারকান্দি গ্রামের শাহাবুদ্দিন বেপারীর মেয়ে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে থেকে জানা যায়' হেনা আক্তার বিকেলে নিজ ঘরে এলাকার বন্ধু এবং ভাই-বোনদের সাথে লুকোচুরি খেলছিল। এ সময় হঠাৎ খেলতে গিয়ে ঘরের ফ্রিজের তারের সাথে হাত স্পর্শ করার সময় বিদ্যুতায়িত হয়ে হেনা আক্তার মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত