আগামী ৬ মাসের জন্য ৬৫ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা কমিটি অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। কমিটিতে মো. শওকত আলম গাজীকে আহ্বায়ক, এডভোকেট রুহুল আমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোক্তার হোসেন সবুজকে (সবুজ তালুকদার) সদস্যসচিব করা হয়েছে।
শনিবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. শরীফ হোসেন, মোস্তাজ জুবের মিলটু, এডভোকেট মোসলেম খান, মোস্তফা কামাল, মো. খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, মামুন সিকদার এবং মাহবুব আলম।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে ওয়ালীউল্লাহ জাবের এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে রিফাতুল হাওলাদার, মাওলানা ইয়াকুব ওসমানী, রেদোয়ান মাহমুদ শিখন, মো. সালেহ আকরাম, কাউসার আহমেদ আদনান ও কাজী তরুন মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক ইমরান আল নাজির এর সঙ্গে যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জাহিদুল ইসলাম শিমুল, চৌধুরী গোলাম, সাইফুজ্জামান, সাগর দাস, ফয়সাল হোসেন, কান্তা আক্তার এবং মো. আরিফ হোসেন।
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবা রহমান আলো।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সদস্য সচিব মোক্তার হোসেন সবুজ জানান, তার ওপর অর্পিত দায়িত্ব কমিটির সবাইকে সঙ্গে নিয়ে তিনি যথাযথভাবে পালন করবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, আমরা ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত শরীয়তপুর দেখতে চাই।
কমিটি ঘোষণার পর শরীয়তপুর জুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

