রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ৬ থানার ওসিকে রদবদল করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।
আদেশে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমানকে তাজহাট থানায়, তাজহাট থানার ওসি শাহাজান আলীকে মেট্রোপলিটন কোতয়ালী থানায়; পশুরাম থানার ওসি মাইদুল ইসলামকে মাহিগঞ্জ থানায়; হাজির হাট থানার ওসি রাজিবুল ইসলামকে পশুরাম থানায়; মাহিগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহানকে হারাগাছ থানায় এবং হারাগাছ থানার ওসি আজাদ হোসেনকে হাজিরহাট থানায় বদলি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে অন্য মেট্রোপলিটনের ধারাবাহিকতায় ‘লটারির মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই বদলি করা হয়েছে।

