আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দৌলতপুরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

দৌলতপুরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন সজিব হোসেন (২০)। সজিব দৌলতপুর (হাজীপাড়া) এলাকার মিন্টু মিয়ার ছেলে। অপরজন ওবায়দুল কাদের (৩০)। কাদের টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ইব্রাহিমের ছেলে।

বুধবার (২৭ আগস্ট) রাতে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের গেট সংলগ্ন শ্রীনারায়ণ চৌধুরী ফার্নিচারের দোকানের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নি.) মুহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক কারবারি সজিব হোসেনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ওবায়দুল কাদেরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদ্বয় পেশাদার মাদক চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন