বিএনপি নেতা কাননের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার, ঢাকা জেলা
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৫: ৪৯

ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লি এলাকায় দাবি করা ২০ লাখ টাকা না পেয়ে গার্মেন্টসে তালা মারার ঘটনায় জড়িত বিএনপি নেতা কানন শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জামিনের শর্ত ভঙ্গ করায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিএনপি নেতা কানন শিকদার কালীগঞ্জ নুরনাহার সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ডি-৮ প্যান্ট ক্লাব নামের গার্মেন্টস দোকানে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

বিজ্ঞাপন

দোকান মালিক রাজিব চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৭ ফেব্রুয়ারি কানন শিকদার, লিখন ব্যাপারী, ফয়সাল, আলাউদ্দিন ও আবু বকরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্যান্ট ক্লাব দোকানে হামলা চালিয়ে লুটপাট করে।

তখন ঘটনাস্থলে দোকান মালিক রাজিব ও সজীবসহ একাধিক কর্মচারী গুরুতর আহত হন। ভাঙচুর ও লুটপাট শেষে দোকানে তালা লাগিয়ে যায় তারা। এ ঘটনায় দোকান মালিক রাজিব মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

পরে ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেনের নির্দেশে গত ১৯ এপ্রিল পুলিশ কানন শিকদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন। যার মামলা নম্বর ৪০। ওই মামলায় কানন শিকদারসহ অভিযুক্তরা জামিনে মুক্ত হন। জামিনে এসে আসামিরা মামলার বাদীকে হুমকি প্রদান করে।

পরে আদালত গত ৩ জুলাই আসামি কানন শিকদার ও ফয়সালের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুব্রত দাসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

অভিযুক্ত কানন শিকদার কেরানীগঞ্জ দক্ষিণ থানা শুভাঢ্যা ১ নম্বর ইউনিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত