উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে এসে আল-আমিন ভূঁইয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসদরের পাটমহালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপি বিএনপি শোক জানিয়ে কর্মসূচি বাতিল করে।
নিহত আল-আমিন ভূঁইয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাজী রুকুন উদ্দিনের ছেলে। আল-আমিন ভূঁইয়া পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
জানা গেছে, ৫আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে একটি মিছিল নিয়ে পৌরসদরের পাটমহালে উপস্থিত হন ওই বিএনপি নেতা।
উপজেলা বিএনপির মূল মিছিল শুরুর আগে লোকজন নিয়ে পাটমহালে মিছিল করার একপর্যায়ে হঠাৎ অসচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আল-আমিন ভূঁইয়া। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্ভবত তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’ পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় উপজেলা বিএনপি শোকাহত। শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আজকের সকল কর্মসূচী বাতিল ঘোষণা করেছি।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে এসে আল-আমিন ভূঁইয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসদরের পাটমহালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপি বিএনপি শোক জানিয়ে কর্মসূচি বাতিল করে।
নিহত আল-আমিন ভূঁইয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাজী রুকুন উদ্দিনের ছেলে। আল-আমিন ভূঁইয়া পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
জানা গেছে, ৫আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে একটি মিছিল নিয়ে পৌরসদরের পাটমহালে উপস্থিত হন ওই বিএনপি নেতা।
উপজেলা বিএনপির মূল মিছিল শুরুর আগে লোকজন নিয়ে পাটমহালে মিছিল করার একপর্যায়ে হঠাৎ অসচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আল-আমিন ভূঁইয়া। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্ভবত তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’ পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় উপজেলা বিএনপি শোকাহত। শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আজকের সকল কর্মসূচী বাতিল ঘোষণা করেছি।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ পাহারা ভেঙে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশ নামের আরেক যুবককেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
৪ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
৫ মিনিট আগেকক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে