সড়ক সংস্কারকাজে ধীরগতি, বাড়ছে ভোগান্তি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৯: ৪৪

মানিকগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি দেবেন্দ্র কলেজের সামনের সড়কে চলমান খোঁড়াখুঁড়ির কারণে দুর্ভোগে পড়েছে হাজারো পরীক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে।

সরকারি দেবেন্দ্র কলেজ ছাড়াও একই এলাকায় অবস্থিত সরকারি মহিলা কলেজ ও খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজে পরীক্ষার সিট পড়েছে। প্রতিদিন এসব কলেজের হাজারো পরীক্ষার্থী এ সড়ক ব্যবহার করে কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হচ্ছেন। অথচ এ সময় সড়ক খননকাজ শুরু হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

স্থানীয় শিক্ষার্থী মাহফুজা আক্তার বলেন, ‘সড়কের মাঝখানে মাটি খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এতে চলাচল করা কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে সড়কটি কাদায় পরিণত হয়, তখন হেঁটে যাওয়া দুর্বিষহ হয়ে পড়ে।’

শিক্ষকদের অভিযোগ, এটি দায়িত্বশীলতার চরম অভাব। তারা মনে করেন, পরীক্ষা শুরুর আগে কিংবা শেষে এই উন্নয়নকাজ করা যেত। কিন্তু পরীক্ষার মাঝপথে এমন কাজ শুরু করায় শিক্ষার্থী ও অভিভাবক—দুই পক্ষ ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা কলেজের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ নান্নু বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে। এইচএসসি পরীক্ষার সময় দেবেন্দ্র কলেজের সামনের সড়ক খননের ফলে পরীক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। এ সড়ক দিয়ে তিনটি কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন বোর্ড পরীক্ষায় অংশ নিতে যাতায়াত করেন—এ বিষয়টি পৌরসভার বিবেচনায় রাখা উচিত ছিল। অথচ তারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।’

এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জেসমিন বলেন, ‘প্রকল্পের মেয়াদ প্রায় শেষপর্যায়ে, কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে কাজ বিলম্বিত হয়েছে। বৃহত্তর স্বার্থে আমরা নিজেরাই কাজ শুরু করেছি। প্রকল্পে ৮০০ মিটার পাইপ বসানোর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৪০০ মিটার সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে আমরা দ্রুততম সময়ে কাজ শেষ করার চেষ্টা করছি।’ শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত এ সড়কের সংস্কারকাজ শেষ করে স্বাভাবিক চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত